SPC Today

ডায়েরীর পাতা থেকে কবিতা ১

স্কুল-কলেজে পড়ার সময় হালকা হালকা ডায়েরী লেখার অভ্যাস করেছিলাম, অনেক দিন ডায়েরীগুলো দেখিনি, ক’দিন আগে খুঁজে পেলাম এমন এক ডায়েরী, ১৯৯৭ সালের।

টুকটাক কবিতা লেখার চেষ্টা করতাম সেই কৈশোরে… কতটুকু কবিতা হতো তা বিচার করিনি কখনো, তাই একটি কবিতা এখানে শেয়ার করলাম।

সমসাময়িক

চেয়ে চেয়ে কেটে যায় দিন – ভুলে যাই স্মৃতিকথা,
মনে পড়ে জীবনের যতো দু:খব্যথা –
ডায়েরীর পাতা খুলে তাই ফিরে পেতে চাই
সেইসব স্মৃতিমাখা হারানো দিনের কথা।
স্মৃতিগুলো ছবি হয়ে মনের পর্দায় ভেসে ওঠে।
যখন চারদিকে মৌমাছি মনগুলো গুঞ্জন তোলে,
তবুও এ হৃদয় হয়না উতল;
কবে যেন শুধিয়েছিল আমায়-
সময়ের চলন্ত এই চাকা কখনো থামবেনা,
এই দিন জীবনে কখনো ফিরে আসবেনা,
তবু কেন বোকা হয়ে রবে বসে?
স্মৃতির মিনারে ছায়া দেখে দিন কাটাবে?

আমি ভুলে যাইনি সেই দিন, সেই দুপুর,
আজো মনে জেগে আছে সেই সুর;
তাইতো এগিয়ে চলি ভবিষ্যতের পানে,
বিরামহীন এই পথিকের পথচলা
আজো থামেনি কারো উঠানে;
তবুও কেউ তো জানলোনা, আমি সমসাময়িক।

Exit mobile version